Sylhet Today 24 PRINT

সবাইকে ছাড়িয়ে গেছে ‘গ্যালাক্সি ট্যাব এস২’

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ২১ জুলাই, ২০১৫

আইপ্যাডের মধ্যে পুরুত্বের দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছে সদ্য উন্মোচিত ‘গ্যালাক্সি ট্যাব এস২’। এটা স্যামসাংয়ের তৈরি ট্যাবলেটগুলোর মধ্যে তো বটেই, শীর্ষ প্রতিদ্বন্দ্বী অ্যাপলের তৈরি আইপ্যাড এয়ারের চেয়েও পাতলা গ্যালাক্সি ট্যাব এস২।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, ৫.৬ মিলিমিটার পুরু গ্যালাক্সি ট্যাব এস২। অ্যাপলের সবচেয়ে পাতলা ট্যাবলেট ‘আইপ্যাড এয়ার’ ৬.১ মিলিমিটার পুরু। ৮ ইঞ্চি এবং ৯.১ ইঞ্চির ডিসপ্লের দুটি পৃথক মডেল হিসেবে বাজারে কিনতে পাওয়া যাবে ট্যাবলেটটি।

ডিভাইস দুটির ওজন যথাক্রমে ২৬৫ গ্রাম এবং ৩৮৯ গ্রাম। সহজে বহনযোগ্য হওয়ায় ক্রেতাদের কাছে ডিভাইস দুটি ভালো সাড়া পেতে পারে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ।

গ্যালাক্সি ট্যাব এস২-এ ২০৪৮ বাই ১৫৩৬ পিক্সেলের সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে। অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেমে চলবে ট্যাবটি। অন্যান্য ফিচারের মধ্যে আছে ৮ কোরের প্রসেসর, ৩ জিবি র্যাসম, ৩২ বা ৬৪ জিবির মেমরি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৬৪জিবির মডেলটির মেমরি বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ২.১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে ডিভাইসটিতে।

অগাস্ট মাসেই বিশ্ববাজারে গ্যালাক্সি ট্যাব এস২-এর বিক্রি শুরু হবে বলে জানিয়েছে স্যামসাং। বলা হচ্ছে সাদা এবং কালো রঙের কেসিংয়ে বাজারে কিনতে পাওয়া যাবে ট্যাবলেটগুলো। তবে দামের ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট প্রতিষ্ঠানটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.