Sylhet Today 24 PRINT

বিশ্বের শীর্ষ ধনী হওয়ার পথে জাকারবার্গ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুলাই, ২০১৫

বিশ্বের শীর্ষ ধনী হওয়ার পথে একধাপ এগোলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ব্লুমবার্গের বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা অনুযায়ী আইকিয়ার প্রতিষ্ঠাতা ৮৯ বছর বয়সী ইগভার ক্যামপার্ডকে পেছনে ফেলে নয় নম্বরে উঠে এসেছেন ৩১ বছর বয়সী জাকারবার্গ।

এ বছরে জাকারবার্গের সম্পদ ৮৬০ কোটি ডলার বেড়ে মোট সম্পদ দাঁড়িয়েছে চার হাজার তিন শ ১০ কোটি মার্কিন ডলার।

বাজার বিশ্লেষকেরা বলছেন, গত মঙ্গলবারে ফেসবুকের শেয়ারের দাম বেড়ে সর্বোচ্চ ৯৮ দশমিক ৩৯ ডলার দাঁড়ায় যার প্রতিফলন আগামী সপ্তাহে দেখা যাবে। এ ছাড়াও ফেসবুকের ভিডিও বিজ্ঞাপন ব্যবসা বৃদ্ধির পাশাপাশি ইনস্টাগ্রামের ব্যবসাও ফুলে-ফেঁপে উঠছে।

এ বছর আইকিয়া প্রতিষ্ঠাতা ক্যামপার্ডের আর্থিক সম্পদের পরিমাণ ২৮০ কোটি মার্কিন ডলার কমে মোট সম্পদের মূল্য দাঁড়িয়েছে চার হাজার ২২০ কোটি মার্কিন ডলারে।

সম্পদের মূল্যমান বিবেচনায় ব্লুমবার্গের কোটিপতির তালিকায় ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসনের চেয়ে মাত্র ৩০ কোটি ডলার পিছিয়ে আছেন জাকারবার্গ। ল্যারির সম্পদের পরিমাণ চার হাজার ৩৪০ কোটি মার্কিন ডলার। তালিকার সপ্তম স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর সম্পদের পরিমাণ চার হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার।

বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসতবে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি বিল গেটসের চেয়ে অর্থসম্পদে এখনো অনেক পিছিয়ে আছেন মার্ক জাকারবার্গ। গেটসের সম্পদের পরিমাণ আট হাজার ৫২০ কোটি মার্কিন ডলার। তারপরে আছেন ইনডিটেক্সের মালিক অ্যামানসিও ওর্তেগা যার সম্পদের পরিমাণ সাত হাজার আট কোটি মার্কিন ডলার। তালিকার তৃতীয় অবস্থানটি ওয়ারেন বাফেটের। তাঁর সম্পদের পরিমাণ ছয় হাজার ৭৬০ কোটি মার্কিন ডলার। (টেলিগ্রাফ)

বিশ্বের শীর্ষ ধনী হতে হলে বিল গেটসের আট হাজার ৫২০ কোটি মার্কিন ডলার ছাড়াতে হবে জাকারবার্গকে। ফেসবুক নিয়ে জাকারবার্গ যেভাবে এগোচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী হতে তার কত দিন লাগে সেটাই এখন দেখার বিষয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.