Sylhet Today 24 PRINT

মোবাইল নেটওয়ার্ক টু-জি তে নামিয়ে আনার নির্দেশ বিটিআরসির

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৮

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক থ্রি-জি ও ফোর-জি থেকে নামিয়ে টু-জি তে নিয়ে আসার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, সকল মোবাইল অপারেটরদের মোবাইল কল এবং মোবাইল ডাটা (ইন্টারনেট) উভয় ক্ষেত্রে প্রযোজ্য। সকল মোবাইল অপারেটরদের ফোর-জির ভয়েস কল ও ডেটা এবং থ্রি-জির ভয়েস কল ও ডেটা বন্ধের নির্দেশনা মেনে টু-জিতে নামিয়ে আনতে বলা হল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক ডাউন থাকবে বলে জানানো হয়েছে।

এর ফলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুধুমাত্র টু-জিতে মোবাইল কল এবং মোবাইল ডাটা চালু থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.