Sylhet Today 24 PRINT

কক্সবাজারের ৩৫ এলাকায় বিনামূল্যে ওয়াই-ফাই

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৯

কক্সবাজার শহরকে ডিজিটাল সিটিতে পরিণত করতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে ৩৫টি এলাকায় ৭৪টি ফ্রি ওয়াই-ফাই জোন বাস্তবায়নের চুক্তি করেছে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ। এতে স্থানীয় লোকজনের পাশাপাশি পর্যটকেরা বিনা মূল্যে ওয়াই-ফাই ব্যবহার করতে পারবে।

শুক্রবার সকালে কক্সবাজার সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে কক্সবাজার জেলার ৩৫টি এলাকায় ৭৪টি ফ্রি ওয়াই-ফাই জোন বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর করেন।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ জানিয়েছেন, পর্যটন শহর কক্সবাজারকে আরও পরিচিত করতে সব ব্যবস্থা নেওয়া হবে। তথ্যপ্রযুক্তির জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে সরকার। পাশাপাশি প্রযুক্তিনির্ভর দুর্নীতিমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, কক্সবাজারে ১৫৪ কোটি টাকা ব্যয়ে একটি হাইটেক পার্কের নির্মাণকাজ শুরু হবে। ২০২১ সালের মধ্যে কক্সবাজার হাইটেক পার্ক নির্মাণের কাজ শেষ করা হবে। যেখানে প্রায় পাঁচ হাজার তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.