Sylhet Today 24 PRINT

ক্রাইস্টচার্চে হামলা: ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক |  ২৭ মার্চ, ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসীর হামলা ফেসবুকে সরাসরি প্রচার করায় এবং তা পরে ইউটিউবে ছড়িয়ে পড়ায় এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে ফ্রান্সের একটি মুসলিম সংগঠন।

ফ্রান্সের মুসলিম সংগঠন ফ্রেন্স কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ (সিএফসিএম) এই মামলা দায়ের করেছে। মামলার বিষয়ে সমর্থন দিয়েছে নিউজিল্যান্ড মুসলিমদের একটি গ্রুপ। খবর বিবিসির।

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে এলোপাথাড়ি গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করেন এক অস্ট্রেলিয়ান উগ্র বর্ণবাদী শ্বেতাঙ্গ। গুলি করার সময় হেলমেটে লাগানো ক্যামেরার মাধ্যমে তা সরাসরি ফেসবুকে প্রচার করেন ওই সন্ত্রাসী। পরে সেই ভিডিও ইউটিউব ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ভিডিওটি মুছে ফেলার উদ্যোগ নিয়েছিল ফেসবুক। 

মামলার বিষয়ে ফেসবুক বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। তবে ইউটিউবের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মামলার এজাহারে ফেসবুক ও ইউটিউবের ফ্রান্স শাখার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কনটেন্ট প্রচারের অভিযোগ আনা হয়েছে। এই ভিডিও মানুষের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলেও অভিযোগে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.