Sylhet Today 24 PRINT

ইজি নেট নিয়ে মানুষের কাছে গ্রামীণফোন কর্মীরা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ আগস্ট, ২০১৫

সোমবার ১০০০ এরও বেশি গ্রামীণফোন কর্মী প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যদের নেতৃত্বে দেশের বিভিন্ন এলাকার মানুষকে ইজি নেট (*৫০০০*৫৫#) এর সাথে পরিচয় করিয়ে দেন।

সিলেটে গ্রামীণফোন সিলেট অঞ্চল প্রধান এম শাওন আজাদ-এর নেতৃত্বে একটি দল শহরের বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালনা করেন।

যারা এখনো ইন্টারনেট ব্যবহার করেন না এমন মানুষদের মধ্যে ইন্টারনেট সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্য ইজি নেট চালু করা হয়েছে। বিনামূল্যের ভিডিও টিউটরিয়াল মাধ্যমে ইন্টারনেট কি এবং এটি কিভাবে ব্যবহার করতে হয় তা শেখানো ছাড়াও এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায় এমন হ্যান্ডসেটধারী গ্রাহকরা ফেসবুক, উইকিপিডিয়ার মতো কয়েকটি সাইট বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। কোন ইন্টারনেট প্যাকেজ চালু না থাকলেও গ্রামীণফোন গ্রাহকরা বিনামূল্যে ইজি নেট ব্যবহার করতে পারবেন। গ্রামীণফোনের ‘সবার জন্য ইন্টারনেট’ লক্ষ্যের অংশ হিসেবে এই পণ্য চালু করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.