Sylhet Today 24 PRINT

এক দিনে ফেইসবুকে ১০০ কোটি ব্যবহারকারী

নিউজ ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৫

এই প্রথমবারের মতো ১০০ কোটির বেশি ব্যবহারকারী একই দিনে ফেইসবুকে লগ ইন করেছেন। আর এই ঘটনাকে একটি মাইলফলক বলছেন সামাজিক যোগাযোগের ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

শুক্রবার নিজের ফেইসবুক পেইজে এক পোস্টে তিনি লিখেছেন, “একটি গুরুত্বপূর্ণ মাইলফলক আমরা অতিক্রম করলাম। এই প্রথমবারের মতো এক দিনে এক বিলিয়ন মানুষ ফেইসবুক ব্যবহার করলেন।"

“সোমবার এই পৃথিবীর প্রতি সাতজনের মধ্যে একজন তাদের বন্ধু বা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন ফেইসবুকের মাধ্যমে।”

সাতশ কোটি মানুষের এই পৃথিবীতে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তিনশ কোটির মত। এর মধ্যে দেড়শ কোটি ফেইসবুক ব্যবহারকারী প্রতি মাসে অন্তত একবার তাদের অ্যাকাউন্টে লগ ইন করেন।

২০০৪ সালে যাত্রা শুরু করা ফেইসবুকের ব্যবহারকারীর সংখ্যা ২০১০ সালের জুলাইয়ে ৫০ কোটিতে পৌঁছায়। ২০১২ সালের অক্টোবরে তা ছাড়িয়ে যায় একশ কোটির কোঠা।

আর চলতি বছর জুলাইয়ে প্রতিষ্ঠানটি ঘোষণা করে, বিশ্বের অর্ধেক ইন্টারনেট ব্যবহারকারিই এখন ফেইসবুক পরিবারের সদস্য।

এই সংখ্যা আরও বাড়বে বলে নিজের পোস্টে আশা প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ। তিনি লিখেছেন, “পুরো বিশ্বকে যুক্ত করার এটা কেবল শুরু।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.