Sylhet Today 24 PRINT

শুরু হচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার’

অনলাইন ডেস্ক  |  ০৭ অক্টোবর, ২০১৯

আগামী ১০ অক্টোবর হতে শুরু হতে যাচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯’। এলিফেন্ট রোডের সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) এই মেলার আয়োজন করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলার আহ্বায়ক তৌফিক এহসান।

তৌফিক এহসান জানান, 'গো ডিজিটালি মেক ইয়োর লাইফ হ্যাসল ফ্রি' স্লোগানকে সামনে রেখে দশম বারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। দেশের সর্বস্তরের মানুষের মাঝে কম্পিউটার, তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার ও এর সুফল ছড়িয়ে দিতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বাংলাদেশেরশীর্ষ আইসিটি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করবেন।’

১০ অক্টোবর এই মেলার উদ্বোধন করবেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। আরো উপস্থিত থাকবেন শিক্ষাবিদ ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য ড. জামিলুর রহমান রেজা চৌধুরী, সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর।

মেলা চলবে ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। মেলা শুরু হবে প্রতিদিন সকাল ১০টায় এবং শেষ হবে রাত ৯টায়।

মেলার প্রবেশমূল্য ১০ টাকা। তবে স্কুল/কলেজের শিক্ষার্থী ও সংবাদকর্মীদের জন্য মেলায়ত প্রবেশাধিকার উন্মুক্ত রাখা হবে।

সংবাদ সম্মেলনে মেলার আয়োজক কমিটির সদস্য ও দেশের আইসিটি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.