Sylhet Today 24 PRINT

ইন্টারনেট উইকের অনুষ্ঠানে যোগ দেবেন টাইগাররা

নিউজ ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৫

নানা আয়োজনের মধ্য দিয়ে রোববার ( ৬ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মত সারা দেশে চলছে ‘বাংলাদেশ ইন্টারনেট উইক’ উৎসব।

ঢাকায় বনানী সোসাইটি মাঠে উৎসবের মূল অনুষ্ঠানস্থলে প্রধান আর্কষণ হিসেবে আজ আসছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।

রোববার রাত ৮টায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা বনানী মাঠে উপস্থিত হয়ে ইন্টারনেট উইকে অংশ নেবেন বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। উপস্থিত থাকবেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ইন্টারনেট উইককে আরও বর্ণিল করতে জাতীয় ক্রিকেট দলের সদস্যরা অংশ নেবে বলে জানিয়েছেন আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), গ্রামীণফোন এবং আইসিটি বিভাগ শনিবার থেকে শুরু হওয়া এই উৎসবের আয়োজন করছে।

অনুষ্ঠানে আইসিটি বিভাগ, বেসিস এবং গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা, সিলেট ও রাজশাহী নগর ছাড়াও ৪৮৭টি উপজেলায় একযোগে ইন্টারনেট উইক চলবে।

বনানী মাঠে সোমবার পর্যন্ত দুপুর ২টা থেকে রাত ১১টা এবং ঢাকার বাইরে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আয়োজন উন্মুক্ত থাকবে সবার জন্য। উৎসব উপলক্ষ্যে মূল আয়োজনস্থল বনানী মাঠে প্রতিদিনই থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.