Sylhet Today 24 PRINT

সেরা দশে নেই ফেসবুক, শীর্ষে অ্যাপল

অনলাইন ডেস্ক |  ২০ অক্টোবর, ২০১৯

ব্র্যান্ড হিসেবে সেরা দশে নেই বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। চলতি বছরের শীর্ষ ব্র্যান্ডগুলোর তালিকা প্রকাশ করেছে ওমনিকম ব্র্যান্ড কনসালটেন্সি ইন্টারব্র্যান্ড। তালিকায় ১৪ নম্বর র‌্যাংকিংয়ে দেখা গেছে ফেসবুক।

অন্যদিকে সেরা ব্র্যান্ডের স্থান দখল করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। চলতি বছর ফেসবুকের ব্র্যান্ড মূল্য ১১ দশমিক ৮ শতাংশ কমে ৩৯ হাজার ৮৫৭ মিলিয়ন ডলারে নেমে গেছে। ২০১৮ সালের ইন্ডিপেনডেন্ট রিসার্চ ফার্মের পোনমন ইনস্টিটিউটের এক জরিপে দেখা যায়, কেমব্রিজ অ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারিতে ৮৭ মিলিয়ন ব্যবহারকারী জড়িত থাকার পর ফেসবুকের প্রতি ব্যবহারকারীদের আস্থা ৬৬ শতাংশ কমে গেছে।

ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে শুধু ২৮ শতাংশই বিশ্বাস করেছেন যে, কোম্পানিটি গোপনীয়তা রক্ষা করে কাজ করে। অন্যদিকে, শীর্ষস্থান দখলকারী অ্যাপলের ব্র্যান্ড মূল্য ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দুই লাখ ৩৪ হাজার ২৪১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। দ্বিতীয় স্থানে গুগল। তাদের ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে এক লাখ ৬৭ হাজার ৭১৩ মিলিয়ন ডলার হয়েছে।

তৃতীয় স্থানে অ্যামাজন। এ ছাড়া মাইক্রোসফট চতুর্থ, কোকাকোলা পঞ্চম এবং স্যামসাং তালিকার ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানটি টয়োটা এবং অষ্টম স্থানে আছে মার্সিডিজ, নবম ম্যাকডোনাল্ড ও ডিজনি আছে দশম স্থানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.