Sylhet Today 24 PRINT

লাইক সংখ্যা লুকাচ্ছে ইনস্টাগ্রাম

অনলাইন ডেস্ক |  ১০ নভেম্বর, ২০১৯

নির্দিষ্ট কয়েকটি দেশে পরীক্ষামূলক ভাবে লাইকের সংখ্যা লুকিয়ে রাখছে ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম।

প্রথমে কানাডা দিয়ে এ পরীক্ষামূলক কাজ শুরু করেছিল ইনস্টাগ্রাম। এবার আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে এই পরীক্ষা শুরু করবে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ। কানাডাসহ মোট সাতটি দেশে এই পরীক্ষামূলক কার্যক্রমটি পরিচালিত করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) ওয়ার্ড-২৫ এর সম্মেলনে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসিরি এই ঘোষণা দেন। ইন্টারনেটের জগতে এই ফটো শেয়ারিং প্ল্যাটফর্মটিকে একটি নিরাপদতম জায়গায় রাখতেই তার এমন উদ্যোগ বলে জানান তিনি।

পরীক্ষামূলক পর্যায়ে লাইকের সংখ্যাটি পাবলিক পোস্টগুলো নিউজ ফিড, ওয়েব ও প্রোফাইলে লুকানো থাকবে। তবে লাইকের সংখ্যাটি লুকানো থাকলেও পোস্টদাতা এটি দেখতে পারবেন। অন্যান্য যারা এই পোস্টটি দেখছেন তাদের কাছে মূলত এই সংখ্যাটি লুকানো থাকবে।

কানাডার পরে অন্য যে দেশগুলোতে এই পরীক্ষামূলক কার্যক্রমটি চলেছে সেগুলো হলো— আয়ারল্যান্ড, ইতালি, জাপান, ব্রাজিল, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

তবে লাইক লুকিয়ে রাখার এই সিদ্ধান্ত শুধু একক ইনস্টাগ্রামেরই নয়, ফেসবুকও পরীক্ষামূলকভাবে অস্ট্রেলিয়াতে লাইকের সংখ্যা লুকিয়ে রাখার কার্যক্রমটি পরিচালিত করতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.