Sylhet Today 24 PRINT

ইনস্টাগ্রামে নতুন যুক্ত হতে জন্ম তারিখ লাগবে

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০১৯

এখন থেকে নতুন সদস্য হিসাবে যুক্ত হতে চাইলে জন্ম তারিখ চাইবে ইনস্টাগ্রাম। তাছাড়া ১৩ বছরের নিচে কেউ আর ইনস্টাগ্রামের সদস্য হতে পারবে না। সংবেদনশীল বিজ্ঞাপন থেকে দূরে রাখতেই বয়সের নিয়মটি চালু করলো ইনস্টাগ্রাম।

সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, নতুন সদস্যদের ক্ষেত্রে জন্ম তারিখ চাইলেও পুরনোদের কাছে থেকে জন্ম তারিখ চাইবে না ইনস্টাগ্রাম। কেননা ফেসবুক মালিকানাধীন ইনস্ট্রাগ্রাম বিষয়টিকে অনধিকার চর্চা বলে মনে করছে।

ইনস্টাগ্রাম জানায়, জন্ম তারিখ জানতে চাওয়ার মাধ্যমে মূলত বয়সে একদম ছোটদের এখানে অংশগ্রহণ করা থেকে বিরত রাখা হবে। এভাবে তাদেরকে নিরাপদে রেখে এবং বয়স অনুপাতে বড়দের যুগোপযোগী অভিজ্ঞতা দিতেই এই ব্যবস্থা।

ইনস্টাগ্রামের এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হচ্ছে। যাচাইকরণ ছাড়া এভাবে শুধু জন্ম তারিখ নিয়ে প্রতিষ্ঠানটি মোটেও শিশুদের অ্যাডাল্ট কনটেন্ট থেকে দূরে রাখতে পারবে না বলে বিশেষজ্ঞদের অভিমত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.