Sylhet Today 24 PRINT

বাজারের সবচেয়ে ছোট মোবাইল আনলো জাংকো

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০২০

যুক্তরাজ্য ভিত্তিক একটি প্রতিষ্ঠান ‘টিনি টি-২’ নামের একটি ফোন বাজারে ছেড়েছে। তারা দাবি করছে, এটিই বিশ্বের সবচেয়ে ছোট ফোন।

জাংকো নামের কোম্পানি এ ফোনটি তৈরি করেছে। এটি কোম্পানিটির দ্বিতীয় ক্ষুদ্রাকৃতির ফোন। এর আগে জাংকো ২০১৭ সালে ‘টিনি টি-১’ নামে একটি ছোট আকৃতির ফোন বাজারে ছাড়। ফোন ৫০ ডলারে বিক্রি হয় এবং অ্যামাজনে বেশ ভালো সাড়া ফেলে।

‘টিনি টি ২’ মূলত ‘টিনি টি-১’-এর পরবর্তী সংস্করণ। নতুন এই ফোনটি ২ দশমিক ৪ ইঞ্চি লম্বা, ১ দশমিক ১৮ ইঞ্চি প্রশস্ত এবং ০ দশমিক ৬৫ ইঞ্চি পুরু। এর ওজন মাত্র ৩১ গ্রাম।

এতে রয়েছে রেডিও, ০.৩ এমপি ক্যামেরা, ব্লুটুথ, ৩.৫ এমএম অডিও জ্যাক ও ১ ইঞ্চি টিএফটি ডিসপ্লে। ফোনটিতে কিছু গেমও দেয়া আছে। ব্যবহারকারীরা একটি মাইক্রো এসডি কার্ড যুক্ত করে ৩২ গিগা পর্যন্ত স্টোরেজ বাড়াতে পারবেন।

ফোনটি একবার চার্জে এক সপ্তাহেরও বেশি সময় ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। এর দাম ধরা হয়েছে ১৩০ ডলার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.