Sylhet Today 24 PRINT

‘উইন্ডোজ সেভেন’র আপডেট চালু রাখছে মাইক্রোসফট

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০২০

উইন্ডোজ সেভেনের আপডেট আনতে বাধ্য হচ্ছে মাইক্রোসফট। কিছুদিন আগে ১০ বছরের পুরনো এই অপারেটিং সিস্টেমের সর্বশেষ আপডেট প্রকাশ করার পর নতুন করে আপডেট দেয়া বন্ধের ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট।

সম্প্রতি নতুন একটি সমস্যা দেখা দিয়েছে। সর্বশেষ এই আপডেটটি ইনস্টল করার পরে ডিসপ্লেতে ওয়াল পেপার স্ট্রেচ মোডে সেট করলে সেটি কালো দেখাচ্ছে। কিন্তু ফিট, ফিল, টাইল বা সেন্টার মোডে সেট করলে কোনও সমস্যা দেখাচ্ছে না।

বিরক্তিকর এই বাগের কারণে মাইক্রোসফট পড়েছে উভয় সংকটে। মাইক্রোসফটের পূর্ব ঘোষণা অনুযায়ী এই বাগ সমাধানের জন্য ক্রেতা সবাইকেই এখন তাহলে মূল্য দিতে হবে। মাইক্রোসফট ঘোষণা দিয়েছিল, শুধু উইন্ডোজ সেভেনের এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট যেসব প্রতিষ্ঠান কিনেছে তারাই আপডেট পাবেন। এখন মাইক্রোসফটকে সেই সিদ্ধান্ত বদলে উইন্ডোজ সেভেন ব্যবহারকারীদের জন্য আপডেট তৈরির চিন্তা করতে হচ্ছে। সব মিলিয়ে প্রতিষ্ঠানটিকে তার আপডেট বন্ধ করার তারিখ পেছাতে হচ্ছে।

এর আগেও মাইক্রোসফট তার উইন্ডোজ এক্সপির জন্য পাবলিক প্যাচ বের করেছিল রেনসামওয়্যারের আক্রমণ ঠেকানোর জন্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.