Sylhet Today 24 PRINT

পুরনো ডিভাইসে কাজ করবে না হোয়াটসঅ্যাপ

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০২০

নিরাপত্তার কারণে পুরনো ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা বাতিল করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে যেসব অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যান্ড্রয়েড ২.৩.৭ সংস্করণ বা তার নিচে অথবা আইফোনের আইওএস ৮ বা তার নিচে রয়েছে সেগুলোতে আর কাজ করবে না এই মেসেজিং সার্ভিসটি। ফলে অন্তত ১০ লাখের অধিক সেটে আর হোয়াটসঅ্যাপ চলবে না।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এই সংস্করণগুলো একেবারেই পুরনো। নতুন কোন ডিভাইসে এগুলো আপডেট বা ইনস্টল করা সম্ভব নয়। আর বেশিরভাগ ব্যবহারকারী চাইলে তার ওএস আপডেট করে নিতে পারেন। তবে নির্দিষ্ট কিছু ডিভাইস যেমন আইফোন-৪ যা সর্বোচ্চ আইওএস ৭ সমর্থন করে, এমন ডিভাইসগুলোতে আর হোয়টসঅ্যাপ চলবে না।

জানা যায়, নিরাপত্তার জন্য আর কোনও উপায় নেই হোয়টসঅ্যাপের। তবে পুরনো সেটে চলবে না এই বিষয়টি হোয়াটসঅ্যাপের জন্য কঠিনই হবে। ব্যবহারকারীদের অনেকেই এখনও পুরনো ডিভাইস ব্যবহার করে।

হোয়টসঅ্যাপের একজন মুখপাত্র বলেন, সিদ্ধান্তটি নেওয়া আমাদের পক্ষে কঠিন হলেও এই মূহুর্তে এটিই আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.