Sylhet Today 24 PRINT

চীনে নিজেদের সব অফিস বন্ধ করেছে গুগল

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২০

করোনাভাইরাসের কারণে গুগল চীনে তাদের সব অফিস বন্ধ করেছে। এছাড়া তাইওয়ান ও হংকংয়েও গুগল তাদের অফিস বন্ধ রাখবে বলে জানায়।

চীনের বেইজিং, সাংগাই, শেনজেন ও গুয়ানজোহোতে গুগলের অফিস রয়েছে। এর আগে গুগল ও ফেসবুক চীনে তাদের কর্মচারীদের সতর্ক করে দিয়েছিলো।

এসব অফিস কবে খুলবে তা এখনও বলা হয়নি। এছাড়া গুগল তাদের কর্মীদের ভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপ করেছে।

গুগল ছাড়াও ফেসবুক ও অ্যাপলও চীনের তাদের কার্যক্রম সীমিত করে দিয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাসে মারা গেছেন অন্তত ৩৬১ জন। এ ভাইরাস ঠেকাতে বিশেষ নির্দেশনা জারি করেছে চীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.