Sylhet Today 24 PRINT

২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০২০

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে ২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে বাংলাদেশ স্যাটেলাইট ক্লাবের ৫৭তম সদস্য।

বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত তরিকত ফেডারেশনের সদস্য আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের উত্তরে তিনি সংসদকে এই তথ্য জানান।

মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, বঙ্গবন্ধু দ্বিতীয় স্যাটেলাইট কি প্রকারের হবে এবং কি কি সেবা প্রদান করা হবে তা নির্ধারণের লক্ষ্যে স্টেক হোল্ডারের সাথে আলোচনা করা হবে।

সরকারি দলের অপর এক সদস্য অসীম কুমার উকিলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বায়োমেট্রিক সিম নিবন্ধনের ফলে গ্রাহকদের অনেক প্রতারণামূলক কার্যক্রম বহুলাংশে হ্রাস পেয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.