Sylhet Today 24 PRINT

স্বাভাবিক অবস্থায় ফিরেছে স্কাইপ

সিলেটটুডে ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০১৫

সোমবার সকাল থেকেই কারিগরি ত্রুটির কারণে বিশ্বের বেশ কিছু দেশে বন্ধ ছিল স্কাইপ। তবে সমস্যাটি সমাধান করায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে ভয়েস কল এবং ভিডিও কল করার জনপ্রিয় এই সফটওয়্যারটি।

স্কাইপ জানায়, আজ মঙ্গলবার সকালের দিকে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে সেবাটি।

এক বিবৃতিতে স্কাইপ জানায়, স্ট্যাটাস সেটিংয়ে থাকা কারিগরি ত্রুটিটি সারিয়ে তোলা হয়েছে। মূলত এই সমস্যার কারণে অনলাইনে থাকার পরও ব্যবহারকারীদের স্ট্যাটাস 'অফলাইন' দেখাচ্ছিল স্কাইপ।
স্কাইপের পক্ষ থেকে আরও জানানো হয়, এই সমস্যা কেবল সফটওয়্যার ব্যবহারকারীদের ক্ষেত্রেই হয়েছিল। তবে যারা স্কাইপ ওয়েব ব্যবহার করেছিলেন, তারা নির্বিঘ্নেই স্কাইপ ব্যবহার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.