Sylhet Today 24 PRINT

ইমেইল ব্লক করার সুবিধা চালু করলো গুগল

সিলেটটুডে ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৫

নতুন সেবা যুক্ত হয়েছে গুগলের জিমেইলে। নতুন এই সেবার মাধ্যমে জিমেইল গ্রাহকরা তাদের ঠিকানায় আসা বিরক্তিকর মেইল আসার ঠিকানাকে ফোন নাম্বারের মত ব্লক করে রাখার সুযোগ পাবেন।

নতুন এই সেবাটির ব্যপারে কোনো ঘোষণা ছিল না গুগলের। চালু হওয়ার পরই সেবাটি সম্পর্কে জানানো হয় জিমেইল ব্যবহারকারীদের।

প্রযুক্তি বিষয়ক ওয়েব দ্যা ভার্জ তাদের প্রকাশিত খবরে জানায়, বিরক্তিকর জিমেইল একাউন্ট ব্লক করার সুবিধা চালুর পাশাপাশি কোন ইমেইল নিউজলেটার থেকে সহজ সাবস্ক্রিপশনের সুবিধাও শীঘ্রই যুক্ত করতে যাচ্ছে গুগল।

যদি কোন জিমেইল গ্রাহক অন্যকোন ইমেইল ঠিকানা ব্লক করে রাখে তাহলে সে ঠিকানা থেকে যে মেইল আসবে তার সবই ইমেইল স্প্যাম ফোল্ডারে জমা হবে।

তবে সেবাটি ব্লক করা ইমেইল অ্যাড্রেস আনব্লক করার সুযোগ রাখা হয়েছে। কেউ যদি তার ব্লক করা ইমেল এড্রেস আবার আনব্লক করতে চায় তাহলে সেটিংস অপশন গিয়ে ব্লক উঠিয়ে দিতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.