Sylhet Today 24 PRINT

১৮ বছরে গুগল: উদ্যোক্তারাই জানেন না প্রকৃত জন্মতারিখ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০১৫

আজ ২৭ সেপ্টেম্বর, ইন্টারনেটে সার্চ ইঞ্জিন গুগল আজ তার ১৭তম জন্মদিন উদযাপন করেছে। এর মাধ্যমে ১৮-তে পা দিল গুগল!
 
ঠিক কবে গুগলের জন্ম হয়েছিল সে সম্পর্কে নিশ্চিত কোন তথ্য নাই। এমনকি সেটা ঠিকভাবে বলতে পারেন না দুই উদ্যোক্তা ল্যারি পেজ ও সার্গেই ব্রিন।

এটা নিয়ে চার ভিন্ন তারিখে পালিত হয়েছে গুগলের জন্মদিন।

২০০৪ ও ২০০৫ সালে পালন করা হয় সেপ্টেম্বরের ৭ ও ৮ তারিখে। সেপ্টেম্বরের ২৬ তারিখেও পালন করা হয়েছে গুগলের জন্মদিন। কিন্তু ২০০৬ সাল থেকে ২৭ সেপ্টেম্বর পালন করা হয় গুগলের জন্মদিন।

জন্মদিন উপলক্ষে গুগল তার হোমপেইজের ডুডল সাজিয়েছে অতীতের স্মৃতি স্মরণের মাধ্যমে। এতে দেখা যায় একটি টেবিলের ওপর রাখা আছে একটি সিআরটি মনিটর, তার পাশে ছোট একটি পেঙ্গুইনের পুতুল, একটি লাভা বাতি, দুটি ফোলানো বেলুন, একটি সিপিইউ এবং মনিটরে দেখা যাচ্ছে ১৯৯৮ সালে গুগলের লোগো ও হোমপেজ।
 
১৯৯৮ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হলের একটি রুমে বিশ্ববিদ্যালয়ের পিএইডির দুই ছাত্র ল্যারি পেজ ও সার্গেই ব্রিনের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল গুগলের।

কিন্তু স্ট্যানফোর্ড কর্তৃপক্ষ তাঁদের এই কর্মযজ্ঞে ব্যাঘাত ঘটায়, কারণ তাঁদের দুইজনের কাজের জন্য পুরো বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডউইথ খরচ হয়ে যাচ্ছিল।

এর পর বিশ্ববিদ্যালয়ের রুম ছেড়ে নিজেদের বাড়ির গ্যারেজে যাত্রা শুরু করে গুগল।
 
১৭ বছরে গুগল বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও নির্ভরযোগ্য সার্চ ইঞ্জিন হয়ে ওঠেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.