Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস : নিরাপদে ঘরে থাকার আহ্বান গ্রামীণফোনের

সংবাদ বিজ্ঞপ্তি |  ২২ মার্চ, ২০২০

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণ রোধে সবাইকে নিরাপদে ঘরে থাকার আহ্বান জানিয়েছে গ্রামীণফোন।

রোববার (২২ মার্চ) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানায় এ টেলিযোগাযোগ কোম্পানিটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাবিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। এ সময়ে গ্রাহক, অংশীদার ও কর্মীদের নিরাপত্তাই আমাদের প্রথম এবং প্রধান বিবেচ্য। এ প্রতিকূল ও অনিশ্চয়তার সময়ে গ্রাহক সেবা দানে আমাদের দায়িত্ব হিসেবে আমরা সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি কমিয়ে আনা এবং প্রয়োজনীয় সুরক্ষা গ্রহণে নিরলস কাজ করে যাচ্ছি।

‘সচেতনতামূলক কাজের অংশ হিসেবে, আজ থেকেই গ্রামীণফোন ব্যবহারকারীরা তাদের মোবাইলে ‘স্টে হোম’ নিয়ে বার্তা পেয়েছেন। বার্তাটি গ্রাহকের মোবাইলের সিগন্যাল বারের পাশেই রয়েছে।’

গ্রামীণফোন বিশ্বাস করে, ছোট কিন্তু রিমাইন্ডারটি কার্যকরী। সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এবং অন্যকে নিরাপদে থাকতে উৎসাহিত করবে।

গ্রামীণফোন ইতোমধ্যেই কর্মীদের কাজের জন্য ‘কন্টিজেন্সি’ পরিকল্পনা বাস্তবায়ন করেছে। বাংলাদেশে কোভিড-১৯ রোগ প্রতিরোধে গ্রাহকদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমের ওপরও জোর দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.