Sylhet Today 24 PRINT

সহজেই বন্ধ করতে পারেন ফেসবুক ভিডিওর অটো প্লে

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৫

লক্ষ্য করেছেন কী ফেসবুকে ঢুকলেই হোমপেজে বিভিন্ন ভিডিও অটো চালু হয়ে যাচ্ছে। যারা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করেন, তাদের এতে খুশি হওয়ারই কথা। কিন্তু যারা লিমিটেড বা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন, তারা নিশ্চয়ই বিরক্ত। আর তার ওপর আছে অতিরিক্ত মেগাবাইট পোড়ার অপচয়।

যদি ফেসবুক ভিডিওর অটো প্লে আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তবে খুব সহজেই আপনি এই অবস্থা থেকে মুক্তি পেতে পারেন। মাউসের মাত্র তিন ক্লিকেই বন্ধ করতে পারেন ফেসবুক ভিডিওর অটো প্লে।

আসুন দেখি কীভাবে মাত্র তিন ক্লিকে এটা বন্ধ করা যায়!

ধাপ ১. সেটিংসে যান। (যেখানে ক্লিক করে লগ আউট করেন, ঠিক সেখানেই সেটিংস অবস্থিত)।

ধাপ ২. বাম দিকে একটি মেনু পাবেন। সেই মেনুর একেবারে নিচে VIDEOS নামে একটা অপশন আছে। এতে ক্লিক করুন।

ধাপ ৩. এবার দেখবেন AUTO PLAY VIDEOS নামে একটা অপশন আছে, তার ডান দিকে DEFAULT লেখা আছে, ক্লিক করে OFF সিলেক্ট করে দেন।

ব্যস! বন্ধ হয়ে গেল অটো ভিডিও প্লে।

তবে আপনি কিন্তু এখনও ক্লিক করে ভিডিও দেখতে পারবেন, ঠিক এতদিন যেভাবে দেখছিলেন। অটো ভিডিও প্লে চালু করতে চাইলে একইভাবে তৃতীয় ধাপে গিয়ে অন বাটন ক্লিক করলেই হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.