Sylhet Today 24 PRINT

হঠাৎ ফেসবুক বিকল, অতঃপর চালু

হঠাৎ বিকল হবার ৪০ মিনিট পর চালু হয়েছে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জানুয়ারী, ২০১৫


সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বাংলাদেশ ও ভারত থেকে ব্যবহার করা যাচ্ছিল না। বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর সোয়া ১২টা থেকে ফেসবুকে প্রবেশ করা যাচ্ছিল না ।

মোবাইল নেটওয়ার্ক, ব্রডব্যান্ড নেটওয়ার্ক দিয়েও প্রবেশ করা যাচ্ছিল না । ওয়েবের পাশাপাশি মোবাইলে এপ্লিকেশনও কাজ না করায় উদ্বিগ্ন গ্রাহকেরা সিলেটটুডে২৪ডট কে ফোন করেন ।

খবর নিয়ে জানা গেছে , সার্ভারে সমস্যা থাকায় ফেসবুক কিছুক্ষণের জন্য বন্ধ ছিল ।


প্রযুক্তিবিদ দেবজ্যোতি চৌধুরী সিলেটটুডে২৪ডটকম কে বলেন - ডাটা সার্ভার কাজ না করায় এরকম হয়ে থাকতে পারে । তবে ফেসবুকের টেকনিক্যাল টীম অল্প সময়ের মধ্যেই এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয় ।

বাংলাদেশে ফেসবুকে কিছুক্ষণের জন্য ঢুকতে না পেরে অনেকে বিটিআরসি বন্ধ করেছে কিনা জানতে চান । তবে বিটিআরসি নয় ফেসবুকের টেকনিক্যাল সমস্যা থাকাতেই কিছুক্ষনের জন্য সাইটটি বন্ধ ছিলো ।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, মালয়েশিয়ান হ্যাকার গ্রুপ লিজার্ড স্কোয়াড ফেইসবুক, ইনস্টাগ্রামসহ পাঁচটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট হ্যাক করার দাবি করেছে। এক টুইটে তারা এই দাবি জানায়।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.