Sylhet Today 24 PRINT

সহানুভূতি বাড়াতে ফেসবুকে ‘কেয়ার’ ইমোজি

সিলেটটুডে ডেস্ক |  ০১ মে, ২০২০

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংকটকালে বন্ধু-বান্ধব ও পরিবার পরিজনের প্রতি আরও সহজে সহানুভূতি ও সমর্থন প্রকাশের লক্ষ্যে নতুন ইমোজি ‘কেয়ার’ চালু করেছে ফেসবুক।

বুধবার থেকে বাংলাদেশের ব্যবহারকারীরা ফেসবুক ও মেসেঞ্জারে কেয়ার ইমোজি ব্যবহার করতে পারছেন। দুই সপ্তাহ আগে এই ইমোজি আনার ঘোষণা দিয়েছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্বই এখন লকডাউনে। চলমান সংকটে আগের থেকে বেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভরতা। কঠিন এই সময়ে দূরে থেকেও যাতে প্রিয়জনদের পাশে থাকার অনুভূতি আরও সহজে প্রকাশ করা যায় সেই উদ্দেশেই বিশেষ এই ইমোজি আনল ফেসবুক।

কেয়ার ইমোজি নিয়ে ফেসবুকের নোটিফিকেশনে বলা হয়েছে- “দূরে, কিন্তু আমরা একত্রে আছি।”

“আমরা একটি নতুন রি-অ্যাকশন বাটন যোগ করেছি, যাতে আমাদের থেকে দূরে থাকাদের প্রতি বাড়তি সমর্থন জানাতে পারে। আমরা আশা করি, এটা আপনাকে, আপনার পরিবারকে ও আপনাদের বন্ধুদের আরও বেশি কানেক্টেড থাকতে সহযোগিতা করবে।”

বর্তমানে ফেসবুক ও মেসেঞ্জারে যেসব ইমোজি রয়েছে তাতে লাইক, লাভ, স্যাড, ওয়াও, হাহা ও অ্যাংরি অনুভূতি প্রকাশ করা যায়। এসবের সঙ্গে এবার যোগ হলো ‘কেয়ার’ ইমোজি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.