Sylhet Today 24 PRINT

হোয়াটসঅ্যাপ চ্যাট গোপন রাখতে

অনলাইন ডেস্ক |  ১০ মে, ২০২০

আপনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাট গোপন রাখতে আইওএস ফোন ব্যবহারকারীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট লক সুবিধা এনেছিল ম্যাসেজিং প্ল্যাটফর্মটি। পরে অ্যান্ড্রয়েডের বিটা ভার্সান ২.১৯.২২১ আপডেটেও এই সুবিধা যোগ করা হয়েছে।

জি নিউজ জানায়, হোয়াটস অ্যাপ চ্যাট সুরক্ষার এই বিশেষ ফিচার বাধ্যতামূলক নয়। ব্যবহারকারী চাইলে তার ব্যক্তিগত হোয়াটস অ্যাপ চ্যাট ফিঙ্গারপ্রিন্ট লক করে সুরক্ষিত রাখতে পারেন। মোট তিনটি অপশনে এই ফিচার ব্যবহার করা যাবে।

বিজ্ঞাপন

প্রথম অপশনে হোয়াটসঅ্যাপ বন্ধ করার সঙ্গে সঙ্গে তা লক হয়ে যাবে। দ্বিতীয় অপশনে হোয়াটসঅ্যাপ বন্ধের এক মিনিট পরে ও তৃতীয় অপশনে হোয়াটসঅ্যাপ বন্ধের ৩০ মিনিট পরে চ্যাট আবার লক হয়ে যাবে। তৃতীয় অপশনটি হচ্ছে একবার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে হোয়াটসঅ্যাপ খোলার পর ৩০ মিনিট পর্যন্ত সেটি নিজ থেকে লক হবে না।

ফেসবুক মালিকানাধীন কোম্পানিটি জানায়, এই ফিচার হোয়াটসঅ্যাপ চ্যাটকে আরও সুরক্ষিত রাখবে। আপাতত বিটা ভার্সনে চলছে এই ফিচার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.