Sylhet Today 24 PRINT

নম্বর ঠিক রেখেই বদলে নেওয়া যাবে অপারেটর

সিলেটটুডে ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০১৫

মোবাইল ফোনের নম্বর ঠিক রেখেই পরিবর্তন করা যাবে অপারেটর কোম্পানি। আর গ্রাহকরা এ সুযোগ পাবেন আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই।

সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, অপারেটর পরিবর্তনে ফি হবে ৩০ টাকা।

নম্বর বদলে যাবে তাই অপারেটরদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও অনেকে মোবাইল ফোন অপারেটর পরিবর্তন করেন না। তাই সিদ্ধান্ত হয়েছে, কোনো মোবাইল ফোন অপারেটর থেকে কাঙ্খিত সেবা না পেলে গ্রাহক তার নম্বর অপরিবর্তিত রেখেই অপারেটর পরিবর্তনের সুযোগ পাবেন।

প্রতিমন্ত্রী তারানা হালিম বলছেন, এর ফলে গ্রাহক ধরে রাখতে অপারেটররা সেবার মান বাড়াবে। এই প্রতিযোগিতার ফলে প্রত্যেক অপারেটরের মধ্যেই নিজেদের সেরা সেবা দেওয়ার প্রবণতা দেখা যাবে। যেন গ্রাহক তাদের অপারেটর ছেড়ে নম্বর পরিবর্তন না করে অন্য অপারেটরে চলে না যায়।

প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, কম সময়ের মধ্যেই ১৫ বছরের জন্য একটি কোম্পানিকে এমএনপি লাইসেন্স দেয়া হবে। গ্রাহক ও অপারেটরদের মধ্যে সংযোগকারী হিসেবে কাজ করবে ওই কোম্পানি। তিনি বলেন, ট্রান্সপোর্ট চার্জটা গ্রহণ করতে হবে। রেসপিয়েট অপারেটরও ওই গ্রাহক থেকেও ওই সমপরিমাণ মানে ওই তিরিশ টাকায় সর্বোচ্চ ট্রান্সফর্ম ফি গ্রহণ করতে পারবে।

প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০১৬ সালের শুরু থেকে দেশে আর কোনো অনিবন্ধিত মোবাইল সিম থাকবে না।

বিটিআরসির প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই পর্যন্ত বাংলাদেশের ছয়টি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.