Sylhet Today 24 PRINT

ভারতে সবচেয়ে বড় গাড়ি তৈরি করে বিশ্ব রেকর্ডের আশা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৫

ভারতের সুধাকর ইয়াদভ নামে এক ব্যক্তি সবচেয়ে বড় গাড়ি তৈরি করে দ্বিতীয় বারের মত গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার চেষ্টা করছেন।
১৯২২ ফোর্ড টুরা মডেলের এই গাড়িটি উচ্চতায় ২৬ ফুট এবং দৈর্ঘ্য ৫০ ফুট।

এটি লন্ডনের ডাবল ডেকার বাস গুলোর প্রায় দ্বিগুণ উঁচু।

ইয়াদভ ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু ত্রিচক্র যান তৈরি করে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন।
হায়দ্রাবাদে একটি গাড়ির জাদুঘর আছে ইয়াদভের। যেখানে তিনি বিচিত্র মডেলের গাড়ির প্রদর্শন করে থাকেন।

ইয়াদভ বলেন, “আমার বিশ্বের সবচেয়ে বড় গাড়ি তৈরি করে গিনেস রেকর্ড করার লক্ষ্য রয়েছে। এটা একটা নতুন রেকর্ড, আশা করছি আমি এটা পাবো।”

তিনি বলেন, মনে হতে পারে গাড়িটি ফরমুলা ওয়ান কার এর নকল এটা। তার করা ত্রিচক্রযান এই গাড়িটির চেয়েও বেশি উঁচু ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.