Sylhet Today 24 PRINT

আম্পান: কলকাতা বিমানবন্দরে পানি

সিলেটটুডে ডেস্ক |  ২১ মে, ২০২০

ঘূর্ণিঝড় আম্পানে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের পশ্চিমবঙ্গের বিশাল অঞ্চল। রেহাই পায়নি কলকাতাও। শহরটি জুড়ে ধ্বংসযজ্ঞের চিহ্ন।

নিউজ এইটিন জানায়, অতিবৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়ে কলকাতার অনেক এলাকা। এমনকি বিমানবন্দর পর্যন্ত ডুবে যায় পানিতে।

কলকাতা বিমানবন্দরের কিছু ছবি প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার সকালে। এতে কোনোভাবেই চেনা যাচ্ছে না এটি কোনো বিমানবন্দর। যেন কোনো নদী বা সমুদ্র।

বিমানবন্দরের যে দিকেই চোখ যায় শুধু পানি আর পানি। রানওয়ে থেকে শুরু করে হ্যাঙারে সবখানেই থইথই পানি।

বুধবার সন্ধ্যায় আম্পান আঘাত হানে বিমানবন্দরটিকেও ৷ একটি হ্যাঙার ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে ৷ এয়ার ইন্ডিয়ার ওই হ্যাঙারে একটি বিমানও রাখা ছিল ৷ তবে বিমানের কোনও ক্ষতি হয়নি।

অন্যান্য হ্যাঙারগুলির অবস্থা খুবই খারাপ ৷ সবকিছু ঠিকঠাক করতে সময় লাগবে বলেই জানা গিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.