Sylhet Today 24 PRINT

অজ্ঞাত রোগে নিউইয়র্কে ১৫৭ শিশু আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক |  ২২ মে, ২০২০

যুক্তরাষ্ট্রের অন্তত ১৫৭ শিশু অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে। তবে এ রোগের উপসর্গ করোনাভাইরাসের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ২৫ রাজ্য ও বিশ্বের প্রায় ১৩টি দেশে শনাক্ত হয়েছে এ রোগে আক্রান্ত শিশু। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে নিউইয়র্কের গভর্নর আন্ড্রো ক্যুমো এ তথ্য জানান। তিনি বলেন, আমি বিশ্বাস করি যত বেশি খোঁজা হবে তত বেশি আক্রান্ত পাওয়া যাবে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ অ্যান্ড প্রিভেনশন উপসর্গের নাম দিয়েছে মাল্টিসিস্টেম ইনফ্লাম্মাটরি সিনড্রোম ইন চিলড্রেন। এ উপসর্গ কাওয়াসাকি রোগের সঙ্গে অনেকটাই মিল আছে। গত এপ্রিলে যুক্তরাজ্যে প্রথম শিশুদের মধ্যে এই উপসর্গ দেখা দেয়। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে এ উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এটি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে শিশুদের শরীরে নতুন উপসর্গ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এ রোগটির উপদ্রবের উপর নজর রাখছে নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগ। তারা জানিয়েছে গত দুই দিনে যুক্তরাষ্ট্রে ২০ শিশু আক্রান্ত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.