Sylhet Today 24 PRINT

ঈদের দিন নিউইয়র্কে করোনা উপসর্গ নিয়ে বাংলাদেশির মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০২০

ঈদের দিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের আপস্টেটের বাফেলো শহরের বাসিন্দা ইব্রাহিম হোসেন বাসিত (৫৩) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বাসা থেকে বের হননি বাসিত। কিন্তু শারীরিক অবস্থা খারাপ হলে রোববার ঈদ উদযাপন করে হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল তার।

এদিকে নিউইয়র্কে কোনো মসজিদেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। তবে সীমিত পরিসরে মসজিদগুলোতে মাত্র ১০ জন উপস্থিত থেকে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছিল।

নিউইয়র্কে বাংলাদেশিদের প্রধান মসজিদ জ্যামাইকা মুসলিম সেন্টার স্থানীয় একটি টিভিতে সরাসরি খুতবা প্রচার করে। তবে নিজের বাড়িতে পরিবারের সদস্য নিয়ে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশিরা। অন্যান্য শহরেও একইভাবে ঈদ উদযাপন করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে কেউ কারো বাসায় যাননি। আপনজনকে ঈদের শুভেচ্ছা জানাতে মাস্ক ও গ্লাভস পরে বাড়ির সীমানার বাইরে দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.