Sylhet Today 24 PRINT

নদীতে তিমি মাছের সাঁতার!

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০২০

কানাডার নদীতে দেখা গিয়েছে অতিকায় এক তিমি মাছ। শনিবার মন্ট্রিলের নদীতে সাঁতার কাটছিল আর খেলছিল সেটি।

বার্তা সংস্থা এএফপি জানায়, কানাডার অন্যতম প্রধান নদী সেট লরেন্সের পানিতে একটি তরুণ বয়সী হাম্পব্যাক তিমিকে সাঁতার কাটতে দেখা গেছে।

মন্ট্রিলের স্বচ্ছ ও নীল আকাশের নিচে তিমিটির সাঁতার কাটার অসাধারণ দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়।

বিজ্ঞাপন

দেশটিতে স্তন্যপায়ী প্রাণী নিয়ে কাজ করা প্লাটফর্ম আরকিউইউএমএম'র সংগঠক ম্যারি-ইভ-মুলার জানান, কয়েকদিন আগে কুইবিক শহরে কাছাকাছি একই ধরনের একটি তিমি দেখা গেছে। এটি সম্ভবত সেটি হতে পারে।

হ্যাম্পব্যাক তিমির বিচরণ দেখা যায় মূলত আর্কটিক এবং অ্যান্টার্কটিকের কাছাকাছি। এই প্রজাতির তিমির প্রাপ্তবয়স্কে ৫৫ ফিট লম্বা এবং ৪০ টন ওজনের পর্যন্ত হতে পারে। ধারণা করা হচ্ছে, শিকার খোঁজে কিংবা পথ ভুলে তিমি মাছটি মন্ট্রিলের নদীতে চলে এসেছে। মিঠা পানির নদীতে এটির স্বাস্থ্য বেশ ভালই দেখা যাচ্ছে বলে আরকিউইউএমএম জানিয়েছে।

কয়েক মাস এই নদীতে এটি বিচরণ করতে পারে বলে ধারণা করছে প্ল্যাটফর্মটি। ফলে কোনো জাহাজ বা জলযানের যাতায়াতের কারণে এটি ক্ষতিগ্রস্ত না হয় তার দিকে পর্যবেক্ষণ রাখছে তারা।

এদিকে কানাডায় এখন পর্যন্ত ৯২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৭ হাজার ৩৭৪ জন মানুষ।

করোনা রোধে মার্চের মাঝামাঝি থেকে কঠোর বিধি নিষেধ আরোপসহ জরুরি অবস্থা জারি করেছিল কানাডা সরকার। তবে মে মাসের শুরু থেকে বিধি নিষেধ শিথিল করে স্বাভাবিক জীবন শুরু করে দেশটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.