Sylhet Today 24 PRINT

চীনের স্কুলে ছুরি হামলায় আহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক |  ০৪ জুন, ২০২০

চীনের একটি প্রাইমারি স্কুলে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী এবং স্কুলের স্টাফসহ প্রায় ৪০ জন জখম হয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, এক নিরাপত্তারক্ষী ওই হামলা চালিয়েছেন। চীনের গুয়ানজি প্রদেশের একটি স্কুলে ওই হামলার ঘটনা ঘটেছে।

তবে কী কারণে ওই নিরাপত্তারক্ষী শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর এভাবে হামলা চালালেন সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে চীনসহ সারা বিশ্ব যখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে ঠিক সে সময়ই এই হামলার ঘটনা ঘটলো।

গত কয়েক বছরে চীনের বিভিন্ন স্থানে এভাবে ছুরি নিয়ে হামলার বেশ কিছু ঘটনা ঘটেছে। এর মধ্যে বেশিরভাগই কিন্ডারগার্টেন এবং প্রাইমারি স্কুল।

এদিকে চীনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ২২ জন। এর মধ্যে মারা গেছে ৪ হাজার ৬৩৪ জন। ইতোমধ্যেই দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ৭৮ হাজার ৩১৯ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.