Sylhet Today 24 PRINT

দুইশত বছরের পুরানো বৌদ্ধ সন্ন্যাসীর ধ্যানমগ্ন মমি

দুইশত বছরে পুরানো এক বৌদ্ধ সন্ন্যাসীর মমির খোঁজ মিলল মঙ্গোলিয়ায়। কিন্তু তাঁকে দেখা যায় অদ্ভুত অবস্থায়। এই বৌদ্ধ সন্ন্যাসী পদ্মাসনে বসে এখনও ধ্যান অবস্থায় রয়েছেন।

নিউজ ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৫


দুইশত বছরে পুরানো এক বৌদ্ধ সন্ন্যাসীর মমির খোঁজ মিলল মঙ্গোলিয়ায়। কিন্তু তাঁকে দেখা যায় অদ্ভুত অবস্থায়। এই বৌদ্ধ সন্ন্যাসী পদ্মাসনে বসে এখনও ধ্যান অবস্থায় রয়েছেন।

অপরিচিত এই বৌদ্ধ সন্ন্যাসী দীর্ঘদিন ধরে ধ্যানমগ্নে ছিলেন। ধ্যানমগ্ন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এরকম ধ্যানমগ্ন অবস্থায় মমি হতে দেখা গিয়েছিল বুরিয়াত বৌদ্ধ লামা দাশি-দোরজহো ইতিজলভকে। দাশি লামা কী এই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে থেকে শিক্ষা নিয়েছিলেন? অপরিচিত বৌদ্ধ সন্ন্যাসী কী লামা দাশির গুরু?  এমন অনেক প্রশ্ন উঁকি দিচ্ছে অন্য বৌদ্ধ সন্ন্যাসীদের মনে। 

পৃথিবীতে খুব কম মানুষই সামাধিস্ত হতে পারেন এমন প্রমাণ আগেই পেয়েছি। অথবা  লোকমুখে অলৌকিক সাধনার কথা আমরা শুনেছি। কিন্তু "কমন ম্যান'দের কাছে এই সাধনা ধরাছোঁয়ার বাইরে। আমাদের বিশ্বাস না হলেও এই অপরিচিত বৌদ্ধ সন্ন্যাসীর মমি কিন্তু ইতিহাসের সাক্ষী থেকে গেল এভাবেও পৃথিবী ছেড়ে চলে যাওয়া যায়।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.