Sylhet Today 24 PRINT

করোনার জন্য দেয়া সকল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক |  ২৫ জুন, ২০২০

করোনা মহামারির জন্য দেয়া সকল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। এখন নাগরিকরা সবসময় চলাচল করতে পারবেন।

জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ পরিচালনা কর্তৃপক্ষের সাথে মিল রেখে জাতীয় জীবাণুমুক্তকরণ কর্মসূচির সমাপ্তির ঘোষণা করেছে দুবাইয়ের সংকট ও দুর্যোগ পরিচালনার সুপ্রিম কমিটি।

বুধবার রাতে দেশটির গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়। এই ঘোষণার মাধ্যমে সারা দিন এবং রাত অবাধে চলাচল করতে পারবেন আমিরাতে বসবাসরত সব নাগরিক। তবে অবশ্যই মাস্ক পরা এবং সামাজিক দূরত্বসহ সতর্কতামূলকভাবে সবাইকে চলাচল করতে অনুরোধ জানিয়েছে আমিরাত সরকার।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে দুবাইয়ে রাত ১১টা থেকে সকাল ৬টা এবং আবুধাবিসহ আমিরাতে অন্যান্য প্রদেশে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৩৩ জন। এতে মারা গেছেন ৩০৭ জন। সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৪০৫ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.