Sylhet Today 24 PRINT

মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ হয়ে আইভরি কোস্টের প্রধানমন্ত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ জুলাই, ২০২০

মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক চলাকালীন অসুস্থ হওয়ার পর মারা গেছেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আমাদু গোন কুলিবালি।

অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ক্ষমতাসীন পার্টির প্রার্থী মনোনীত হয়েছিলেন ৬১ বছর বয়সী এই রাজনীতিক। 

বিবিসি জানিয়েছে, ফ্রান্সে দুই মাস ধরে হার্টের চিকিৎসার পর সদ্যই দেশে ফিরিছিলেন তিনি।

গোন কুলিবালির মৃত্যুতে পুরো দেশ শোকগ্রস্ত বলে জানিয়েছেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসনে উয়েতারা। তৃতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছেন না, উয়েতারা এমনটি জানানোর পরই কুলিবালিকে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করেছিল ক্ষমতাসীন দল।

উয়েতারা জানান, মন্ত্রিসভার বৈঠক চলাকালে অসুস্থবোধ করায় কুলিবালিকে হাসপাতালে নেয়া হয়েছিল, পরে সেখানেই তার মৃত্যু হয়। 

তার মৃত্যুতে আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২০১২ সালে গোন কুলিবালির হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছিল। চলতি বছরের ২ মে চিকিৎসার জন্য প্যারিস গিয়েছিলেন তিনি।

গত বৃহস্পতিবার দেশ ফিরেছিলেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে যেসব প্রার্থীর জেতার সম্ভাবনা ছিল তাদের অন্যতম ছিলেন তিনি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.