Sylhet Today 24 PRINT

পাঠাও এর সহ-প্রতিষ্ঠাতা নিউ ইয়র্কে খুন

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০২০

রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ নিউ ইয়র্ক নগরীর ম্যানহাটানে খুন হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নিউ ইয়র্ক পুলিশ ফাহিমের নিজ অ্যাপার্টমেন্ট থেকে তার ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করে।

এনওয়াইপিডি পুলিশ কর্মকর্তা বলেন, ফাহিমের শরীরের হাত-পা, মাথা সবকিছু খণ্ড-বিখণ্ড ছিল। আমরা এগুলো পেয়েছি।

ফাহিমের বোন তার খোঁজ না পেয়ে ৯১১ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এদিকে ফাহিমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার আত্মীয় আতাউর বাবুল।

ফাহিম সালেহ গত বছর ২ দশমিক ২ মিলিয়ন ডলার দিয়ে ম্যানহাটনের ডাউনটাউনে এই অ্যাপার্টমেন্ট কিনেন। তিনি রাইড শেয়ার অ্যাপ পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা। ফাহিম নাইজেরিয়া আর কলম্বিয়ায়ও এমন আরও দুটি রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানির মালিক।

উল্লেখ্য, ১৯৮৬ সালে জন্ম ফাহিমের। তার বাবা সালেহ উদ্দিন বড় হয়েছেন চট্টগ্রামে আর মা নোয়াখালীর মানুষ। ফাহিম পড়াশোনা করেছেন ইনফরমেশন সিস্টেম নিয়ে আমেরিকার বেন্টলি বিশ্ববিদ্যালয়ে। থাকতেন নিউ ইয়র্কের ম্যানহাটনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.