Sylhet Today 24 PRINT

ইহুদীদের পবিত্র তীর্থস্থানে ফিলিস্তিনিদের আগুন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০১৫

ফিলিস্তিনি বিক্ষোভকারীরা ইহুদীদের কাছে পবিত্র বলে বিবেচিত এক ধর্মীয় স্থানে আগুন ধরিয়ে দিয়েছে।

পশ্চিম তীরের শহর নাবলুসে জোসেফের কবর বলে বিবেচিত এই তীর্থস্থানে ফিলিস্তিনি বিক্ষোভাকারীরা হামলা চালায়। পরে অবশ্য ফিলিস্তিনি পুলিশ তাদের হটিয়ে দেয়।

দমকল কর্মীরা সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এই প্রাচীন স্থাপনার অনেক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে।

ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে ব্যাপক উত্তেজনা এবং সহিংসতার মধ্যে এই হামলা হলো।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইহুদী এবং খ্রীষ্টানদের পবিত্র তীর্থস্থানের ওপর হামলার নিন্দা করেছেন।

নাবলুসে এই হামলাকে তিনি দায়িত্বজ্ঞানহীন বলে বর্ণনা করেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই তীর্থস্থানটির সংস্কার করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

এ মাসের শুরু থেকে ফিলিস্তিনিদের ছুরিকাঘাতে এবং গুলিতে সাত জন ইসরায়েলি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত তিরিশ জন ফিলিস্তিনি।

মুসলিমদের কাছে পবিত্র তীর্থ বলে পরিচিত জেরুসালেমের আল আকসা মসজিদ নিয়ে ইসরায়েলের এক কথিত পরিকল্পনাকে ঘিরে ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ইসরায়েলে আল আকসা মসজিদ প্রাঙ্গনকে পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নিতে চায় বলে সন্দেহ করছে ফিলিস্তিনিরা।

সহিংসতার মাত্রা এবার যেরকম ব্যাপক রূপ নিচ্ছে তাকে ফিলিস্তিনিদের 'তৃতীয় ইন্তিফাদা'র সূচনা বলে মনে করছেন অনেকে।

এই ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরী বৈঠক ডাকা হয়েছে। সূত্র :বিবিসি বাংলা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.