Sylhet Today 24 PRINT

কোহলির বিরুদ্ধে অনলাইনে জুয়া খেলার উৎসাহ দেওয়ার অভিযোগ

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জুলাই, ২০২০

ভারতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক ভিরাট কোহলির বিরুদ্ধে অনলাইনে জুয়া খেলার প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠেছে। এই অভিযোগে তার গ্রেপ্তার চেয়ে মাদ্রাজ হাই কোর্টে মামলা হয়েছে। একই অভিযোগ আনা হয়েছে অভিনেত্রী তামান্নার বিরুদ্ধেও।

চেন্নাইয়ের এক আইনজীবী মামলাটি দায়ের করেছেন। তিনি আদালতে অনলাইন জুয়া খেলার সমস্ত অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন করেছেন। তার দাবি, এতে যুব সমাজ জুয়ায় আসক্ত হয়ে পড়ছে।

আদালতে করা অভিযোগে বলা হয়েছে, ভিরাট কোহলি ও তামান্নার মতো তারকাদের ব্যবহার করে যুব সমাজকে জুয়া খেলতে উৎসাহ দেওয়া হচ্ছে। আর এই কারণেই দু’জনকে গ্রেপ্তারের দাবি করে মামলা দায়ের করা হয়েছে।

আবেদনে এক তরুণের নাম উল্লেখ করে বলা হয়েছে, অনলাইন জুয়ায় লগ্নি করা টাকা ফেরাতে না পেরে আত্মহত্যা করেছেন তিনি। কোহলির বিরুদ্ধে করা এই মামলা গুরুত্বের সঙ্গে নিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। আগামী মঙ্গলবার এনিয়ে শুনানি হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.