Sylhet Today 24 PRINT

১৯১ আরোহী নিয়ে দুর্ঘটনার কবলে ভারতীয় বিমান

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০২০

ভারতে কেরালা রাজ্যের কোঝিকোড় বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বিমান। এতে বিমানের এক পাইলট নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন বিজেপির এক সংসদ সদস্য। এ দুর্ঘটনায় আরও বহু যাত্রী হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত কয়েকদিন ধরেই কেরালায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে শুক্রবার সন্ধ্যায় কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় চাকা পিছলে রানওয়ে থেকে ছিটকে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৩৪৪ ফ্লাইটটি। এতে বিমানটি পুরো দুই খণ্ড হয়ে যায়।

ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটি দুবাই থেকে করোনা মহামারিতে আটকে পড়া ভারতীয়দের নিয়ে ফিরছিল। এসময় সেটিতে ১০ শিশুসহ মোট ১৮৪ জন যাত্রী, পাঁচ কেবিন ক্রু এবং দু’জন পাইলট ছিলেন। এদের মধ্যে এক পাইলট নিহত হয়েছেন বলে টুইটারে জানিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য কে জে আলফন্স।

ইতোমধ্যেই দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে কাজ শুরু করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.