Sylhet Today 24 PRINT

ভারতের করোনা হাসপাতালে ফের আগুন, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ আগস্ট, ২০২০

ভারতে মাত্র তিনদিনের ব্যবধানে করোনা রোগীদের চিকিৎসা দেয়া একটি হাসপাতালে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হবার খবর পাওয়া গেছে।

রোববার (৯ আগস্ট) সকালে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে এ দুর্ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও অজানা।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছেন, বিজয়ওয়াড়া শহরের হোটেল স্বর্ণা প্যালেসে অস্থায়ীভাবে করোনা রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল রমেশ হাসপাতাল কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের সময় সেখানে ৩০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে সাতজন রোগীর মৃত্যু হয়েছে। ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিরা ভেতরে আটকা পড়ে আছে।

বিজ্ঞাপন

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

পুলিশ জানিয়েছেন, আগুনের ঘটনায় ১৫ থেকে ২০ জন রোগী আহত হয়েছেন। এদের মধ্যে দুই তিনজনের অবস্থা গুরুতর।

প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে করোনা রোগীদের চিকিৎসা দেয়া একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.