Sylhet Today 24 PRINT

ভারতে ভূমিধস, নিহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক |  ১০ আগস্ট, ২০২০

ভারতের কেরালা রাজ্যের একটি চা বাগানে ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া সকাল পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার রাজ্যটির ইদ্দুকি জেলায় ভূমিধসের ঘটনা ঘটে বলে এনডিটিভির খবরে প্রচার করা হয়।

রোববার জেলাটির তথ্যকেন্দ্র থেকে জানানো হয়, এদিন এক শিশুসহ আরও ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার চা বাগানের শ্রমিকরা যখন ঘুমচ্ছিলেন তখন ভারি বৃষ্টির কারণে ভূমিধস হয়।

বিজ্ঞাপন

ইদ্দুকি জেলার কর্মকর্তা এইচ. দিনেশান জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান স্থগিত রাখতে হয়। শেষ মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বেশ কয়েকটি জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে। ছয়টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক জানিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.