Sylhet Today 24 PRINT

দশকে প্রথমবারের মতো অর্থনৈতিক মন্দার মুখে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক  |  ১২ আগস্ট, ২০২০

নভেল করোনাভাইরাস সংক্রমণের মুখে আরোপিত লকডাউনের কারণে এ দশকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অর্থনৈতিক মন্দার মুখে পড়েছে যুক্তরাজ্য।

এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত যুক্তরাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনা করে অর্থনৈতিক মন্দার বিষয়টি মেনে নিতে বাধ্য হয়েছেন দেশটির কর্তৃপক্ষ।

চলতি বছরের প্রথম তিন মাসের সঙ্গে তুলনা করলে যুক্তরাজ্যের অর্থনীতি পরের তিন মাসে শতকরা ২০.৪ ভাগ সংকুচিত হয়েছে।

২০০৯ সালের পর যুক্তরাজ্যের অর্থনীতিতে টানা দুই প্রান্তিকে অর্থনীতির সংকোচন বাড়ার কোনো ইতিহাস ছিল না।

তবে যুক্তরাজ্যের সরকার সংশ্লিষ্টরা বলছেন- জুন মাসে করোনা সংক্রমণ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.