Sylhet Today 24 PRINT

‘কপু’র আঘাতে লণ্ডভণ্ড ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০১৫

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের ওপর দেশটির গত পাঁচ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী তাণ্ডব চালিয়েছে সুপার টাইফুন ‘কপু’। যার আঘাতে ফিলিপাইনের উত্তরাঞ্চলে ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। উপড়ে গেছে গাছপালা, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা। গৃহহীন হয়েছেন দশ হাজারে বেশি মানুষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় রোববারের (১৮ অক্টোবর) শুরুতে অর্থাৎ রাত একটায় উত্তরাঞ্চলীয় লুজন অরোরা প্রদেশে টাইফুনটি আঘাত হানে। এরপর এটি ঘণ্টায় ৩ কিলোমিটার বেগে পশ্চিম দিকে এগুচ্ছে বলে জানিয়েছে ফিলিপাইনের অ্যাটমোস্ফেরিক, জিওফিজিক্যাল অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভিস (পিএজিএএসএ)।

এদিকে, টাইফুনটির ধীরগতি দেশটির ওপর আরো তাণ্ডব চালানোর ইঙ্গিত বলে মনে করছেন আবহাওয়াবিদরা। যার প্রভাবে আগামী তিনদিন ব্যাপক বৃষ্টিপাত ও বন্যার আভাস দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান আলেকজান্দ্রার পামা বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, বহু ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। বিদ্যু‍ৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে, গাছপালা উপড়ে যাওয়ায় অনেক স্থানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এছাড়া উত্তরপূর্বাঞ্চলীয় লুজনের মূল ভূ-খণ্ডে দশ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। টাইফুন ‘কপু’ স্থানীয়ভাবে ‘লান্দো’ নামে পরিচিত।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যৌথ টাইফুন ওয়ার্নি সেন্টার জানায়, ঘণ্টায় একশ’ পঞ্চাশ মাইল বেগে টাইফুনটি আঘাত হানে। এ সময় এটি ক্যাটাগরি ৪ হারিকেনে রুপ নেয়। যা দেশটির গত পাঁচ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড়।

এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট বেনিগনো আকুইনো টেলিভিশনে সর্তকবার্তা দিয়ে বলেন, ২০১৩ সালে সুপার টাইফুন হাইয়ানের তাণ্ডবে সাড়ে ছয় হাজার মানুষের প্রাণহানি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.