Sylhet Today 24 PRINT

মক্কা-মদিনার মসজিদ পরিচালনায় ১০ নারী সদস্য নিয়োগ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ আগস্ট, ২০২০

পবিত্র দুই মসজিদ মক্কা ও মদিনার পরিচালনা কমিটির ঊর্ধ্বতন পর্যায়ে ১০ জন নারীকে নিয়োগ দিয়েছে সৌদি সরকার।

দেশটিতে নারীর কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে সৌদি সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে। খবর আরব নিউজ ও ডেইলি মেইলের

মক্কা ও মদিনার দুই মসজিদে প্রশাসনিক ও কারিগরিসহ বিভিন্ন পদে এই ১০ নারীকে নিয়োগ দেওয়া হয়েছে।

সৌদি রাজতন্ত্রে মসজিদ পরিচালনার ঊর্ধ্বতন পদে নারী নিয়োগের ঘটনা খুবই বিরল ঘটনা।

এর আগে, ২০১৮ সালে এই দুই মসজিদে নেতৃত্ব পর্যায়ে ৪১ জন নারীকে নিয়োগ দেয়া হয়েছিল।

নারীদের জন্য সাম্প্রতিক সময়ে সৌদি আরবে বেশ কিছু সংস্কার আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য এখন সেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে, সিনেমা হলে নারীরা যেতে পারে এবং কনসার্টে নারী-পুরুষ একসাথে যেতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.