Sylhet Today 24 PRINT

দাবানল: ঘন ধোঁয়ায় ঢাকা ক্যালিফোর্নিয়ার আকাশ

সিলেটটুডে ডেস্ক |  ২২ আগস্ট, ২০২০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর দাবানল ছড়িয়ে পড়েছে। সপ্তাহজুড়ে চলা এই দাবানল এখনো নিয়ন্ত্রণ করা যায়নি। ঘন ধোঁয়া শুক্রবার ক্যালিফোর্নিয়ার মধ্য ও উত্তরাঞ্চলের আকাশ ঢেকে ফেলেছে।

এলএনইউ লাইটেনিং কমপ্লেক্স নামে পরিচিত বজ্রপাতজনিত অনেক গুলো দাবানলে প্রায় ২ লাখ ২০ হাজার একর বন পুড়ে গেছে এবং প্রায় ৫০০ অবকাঠামো ভস্মীভূত হয়েছে। এই এলাকা থেকে হাজার হাজার লোক সরিয়ে নেয়া হয়েছে।

গত সোমবার থেকে ছড়িয়ে পড়া এই দাবানল শুক্রবার এই অঙ্গরাজ্যের ইতিহাসে ১০ বৃহত্তম দাবানলে পরিণত হয়েছে। কোন কোন দাবানল নাপা ও সোনোমা অঞ্চলের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

সর্বশেষ এই দাবানলে ৫ জনের মৃত্যু হয়েছে, এই এলাকায় ১২ হাজারের বেশি বজ্রপাত আঘাত হানে এবং এ থেকে দাবানলের সৃষ্টি হয়। নাপা কাউন্ট্রির গ্রামীণ এলাকা থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার কর্মকর্তারা বলেছেন, বজ্রপাতের কারণে গত সপ্তাহে ৫৬০ অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। এই এলাকা থেকে ১ লাখ ১৯ হাজার লোক সরিয়ে আনা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.