Sylhet Today 24 PRINT

বেশির ভাগ বাঙালি লেখক ধান্দাবাজ: তসলিমা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৫

পশ্চিমবঙ্গের লেখক-সাহিত্যিকদের নিয়ে ফের বিরুপ মন্তব্য করেছেন নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। টুইটারে এই লেখিকার তোপ, বাংলার অধিকাংশ লেখক-সাহিত্যিক হলেন ধান্দাবাজ। তাঁদের মধ্যে দ্বিচারিতা প্রবল, দাবি তসলিমার।

তসলিমা পশ্চিমবঙ্গের বিদ্বজ্জনদের রাজনৈতিক অবস্থানকে এ দিন আক্রমণ করেছেন। তিনি লিখেছেন, ‘অধিকাংশ বাঙালি সাহিত্যিক ছিলেন সিপিআইএম-এর সমর্থক, এখন তাঁরা টিএমসিকে সমর্থন করছেন। শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এঁরা দলবদল করেন।’’

দিন কয়েক আগেই ভারতে ‘ছদ্ম ধর্মনিরপেক্ষতা’কে আক্রমণ করে মন্তব্য করেছিলেন তসলিমা। দাদরি হত্যা, সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি লেপা-সহ পর পর কয়েকটি বিতর্কিত ঘটনার প্রেক্ষিতেই তসলিমা ওই মন্তব্য করেন। সেই একই অসহিষ্ণুতার প্রশ্নেই বাঙালি লেখক-সাহিত্যকরা সম্প্রতি রাষ্ট্রপতিকে চিঠি লিখে প্রতিবাদ জানিয়েছেন। কেউ কেউ পুরস্কারও ফেরত দিয়েছেন। প্রতিবাদ ও তার পথ নিয়ে বাঙালি বিদ্বজ্জনদের মধ্যেই অবশ্য মতভেদ রয়েছে।

কেউ বলছেন, প্রতিবাদের পরিস্থিতি তৈরি হয়নি। কেউ বলছেন, পুরস্কার ফিরিয়ে নয়, প্রতিবাদ হতে পারে অন্য পথেও। কেউ আবার চরমপন্থী প্রতিবাদেই বিশ্বাসী। এই বিভ্রান্তির জেরে বাংলার তথা গোটা দেশের লেখক সাহিত্যিকদের এই প্রতিবাদকে কড়া ভাষায় আক্রমণ করার সুযোগও পেয়ে গিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী।

বিজেপি বলেছে, সদুদ্দেশ্যে নয়, রাজনৈতিক উদ্দেশ্যেই প্রতিবাদে নেমেছেন লেখকরা। তার মধ্যেই পশ্চিমবঙ্গের লেখকদের রাজনৈতিক মূল্যবোধকে তসলিমার তীব্র কটাক্ষ অস্বস্তি বাড়াবে অনেকের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.