Sylhet Today 24 PRINT

গত ২৪ ঘণ্টায় ভারতে ৭৭ হাজার করোনা রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক |  ২৮ আগস্ট, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হিসেবে প্রায় প্রতিদিনই নতুন করে রেকর্ড গড়ছে ভারত। এবার সব রেকর্ড ভেঙে দেশটিতে মাত্র ২৪ ঘণ্টায় ৭৭ হাজারের বেশি মানুষের শরীরে এই ভাইরাস শনাক্তের রেকর্ড তৈরি হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার সকালে সংবাদ মাধ্যম এনডিটিভি এতথ্য জানিয়েছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৭ হাজার ২৭৭ জন। এর মাধ্যমে সব মিলিয়ে আক্রান্ত শনাক্ত দাঁড়িয়েছে ৩৩ লাখ ৮৭ হাজার ৫০০ জনে।

বিজ্ঞাপন

দেশজুড়ে নতুন করে এই ভাইরাসে আরও এক হাজার ৫৭ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬১ হাজার ৮২৯ জন।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। করোনায় আক্রান্তের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে রয়েছে ভারত।

আক্রান্তের সংখ্যা বাড়লেও ভারতে উল্লেখযোগ্য সংখ্যক করোনার রোগী করোনামু্ক্ত হয়েছেন এরই মধ্যে। দেশজুড়ে সুস্থ হয়েছেন ২৫ লাখ ৮৩ হাজার ৯৪৮ জন রোগী। করোনার প্রভাব পড়েছে সবচেয়ে বেশি মহারাষ্ট্রে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.