Sylhet Today 24 PRINT

পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক |  ২৮ আগস্ট, ২০২০

শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ক্ষমতাসীন এলডিপি পার্টির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলন করে আবে নিজেই এই ঘোষণা দেবেন।

বিবিসির খবরে বলা হয়, দীর্ঘ দিন ধরেই আলসারজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন আবে। তবে সম্প্রতি তার শারীরিক সমস্যাগুলো তীব্র হয়েছে। জাপানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন এনএইচকে জানিয়েছে, নিজের কারণে যেন সরকারের কোনো সমস্যা না হয়, সেটি নিশ্চিত করতেই প্রধানমন্ত্রীত্ব ছাড়ছেন তিনি।

শিনজো আবে জাপানের সবচেয়ে বেশি সময় ধরে একটানা দায়িত্ব পালন করে যাওয়া প্রধানমন্ত্রী। ২০১২ সাল থেকে তিনি এই দায়িত্ব পালন করে আসছেন। তবে এর আগেও তিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। ওই সময়েও আলসারজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ওই সমস্যার কারণে ২০০৭ সালে হুট করেই পদত্যাগ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.