Sylhet Today 24 PRINT

দক্ষিণ কোরিয়ার দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন হাইশেন

আন্তর্জাতিক ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০২০

জাপানে আঘাত হানার পর দক্ষিণ কোরিয়ার দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন হাইশেন।

টাইফুনের প্রভাবে জাপানে রোববার প্রবল বাতাস ও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এছাড়া লাখ লাখ লোককে অন্যত্র সরিয়ে নেয়ার সতর্কতাও জারি করতে হয়েছে।

তবে আশংকার চেয়ে জাপানে টাইফুনের কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের শত শত বাড়িঘর বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে। এছাড়া বেশকিছু লোক সামান্য আহত হয়েছে বলে জাপানের সম্প্রচার কেন্দ্র এনএইচকে'র বরাত দিয়ে বাসস জানিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে টাইফুন শক্তিশালী রূপ নিতে পারে এই আশংকায় শত শত ফ্লাইট বাতিল ও ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু সোমবার সকাল থেকেই সব দ্রুত স্বাভাবিক হতে শুরু করে।

টাইফুনটি স্থানীয় সময় সকাল ৭টার দিকে উত্তরাঞ্চলীয় টিশুসিমা দ্বীপের ৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এ সময়ে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ২১৬ কিলোমিটার।

ঝড়টি বড়ো ও শক্তিশালী রূপ নিতে পারে এ ধরণের পূর্বাভাস থাকলেও রোববার রাত থেকে এটি দূর্বল হতে শুরু করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.