Sylhet Today 24 PRINT

নেপালে গভীর রাতে ভূমিধসে নিহত ১২, নিখোঁজ ২১

আন্তর্জাতিক ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০২০

নেপালে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ২১ জন। দেশটির সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
 
দেশটির সরকারি কর্মকর্তা মুরারি ওয়াস্তি জানান, রোববার চীনের তিব্বত সীমান্তের বারাভিস এলাকায় ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২১ জন। আর উত্তর-পশ্চিমের একই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

উদ্ধারকারীরা বলেছেন, রোববার গভীর রাতে হঠাৎ ভূমিধস হওয়ায় গ্রামবাসীরা নিরাপদ স্থানে যেতে পারেননি। ওয়াস্তি বলেছেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত হয়েছে বলে রয়টার্স, আল জাজিরার খবরে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত জুন থেকে চলতি মাস পর্যন্ত নেপালে বন্যা এবং ভূমিধসে অন্তত ৩১৪ জনের প্রাণহানি ঘটেছে। বর্ষা মৌসুমের এই বিপর্যয়ে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১১১ জন এবং আহত হয়েছেন ১৬০ জন ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.